-->
best android smartwatch https://blog-sybzone.blogspot.com/2022/01/top-domain-hosting-company-bangladesh.html

Top 10 Domain Hosting Company in Bangladesh

Before/After Ad Space

 

Top 10 Domain Hosting Company in Bangladesh
Top 10 Domain Hosting Company in Bangladesh

হেই কি অবস্থা সবার?

top 10 domain hosting company in bangladesh.
আজ আমি কথা বলার চেষ্টা করবো বাংলাদেশের এমন দশটা কোম্পানি নিয়ে যারা কম দামে ডোমেইন হোস্টিং দিচ্ছে। শুধু যে কম দামেই দিচ্ছে তা নয় বাংলাদেশে সার্পোটেড মোবাইল ব্যাঙ্ক (mobile bank) এর মধ্যেমেই কেনা যাবে। একটা কথা বলে নিই যে অনকেই বলে যে লোকাল সাইট ভালো না, এটা কিন্তু সবার জন্য সত্য না। এমন অনেক কম্পানি আছে বাংলা দেশে যারা খুব ভালো সার্ভার অফার করে। এমন দশটা কম্পানি খুজে বের করার চেষ্টা করেছি। কিছু কিছু কোম্পানির সার্ভিস আমি নিজেও ব্যাবহার করেছি আমার wp ওয়েবসাইট তৈরির জন্য। তো সব মিলিয়ে একটা ভালো লিস্ট দিতে পারবো বলে আশা করছি। শেষ পর্যন্ত পড়াতে পারলে ভালো করে বুঝতে পারবেন। 

🇩

কেন কিনবেন-

হ্যা এত রেখে কেন লোকাল সাইট থেকে হোস্টিং কিনতে হবে? প্রথমত বাংলাদেশের কোম্পানির সাইট বেশীর ভাগ সময়ই বাংলাতে হয়ে থাকে। এজন্য অনেকেই আসে লোকাল মার্কেটে, হ্যা আমি জানি এটা খুব বড় সমস্যা না তবে আমার মতো কিছু লোকের জন্য তো সমস্যা বটে। সবচেয়ে বড় যে কারণ সেটা হলো টাকা পরিশোধ করা। এমন অনেকেই আছে যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই। তারা সহজেই বিকাশ, নগদ এর মতো Banking সুবিধা পায়। আরো একটা কারণ হলো সার্পোট, যেটা আসলে বাংলা ভষাভাষির লোক জন এর কাছে একটা সমস্যা। দেশের কোম্পানি হলে এই সমস্যা থাকে না।

 

Top 10 domain hosting company in bangladesh

1. Web host bd

Best hosting provider in bangladesh এর তালিকায় Web host bd র নাম আসা অস্বাভাবিক কিছু নয়। এই কোম্পানির সাইট খুব সহজ সরল। আর একটা কথা এই সাইটে ডোমেইন ও কিনতে পারবেন। তাই আমার মনে হয় একবার চেক করা উচিত। Web host bd তে মোট আট ধরনের hosting plan আছে তাই প্রয়োজন মতো হোস্টিং প্লান কিনে নিতে পারেন। আর এটার সার্ভিস এর সুনাম অনেকেই করে তাই আমি কিছু বলছি না। চাইলে এখানে ক্লিক করে চেক করে আসতে পারেন। 

2. Dhaka Web Host 

তোমার নাম শুনে হয়তো বুঝে গেছেন এটা বাংলাদেশী হোস্টিং প্রোভাইডার (bangladeshi hosting provider) আগের টার মতোই এখানেও ডোমেইন পাওয়া যায়। আর ডোমেইন এর দাম প্রায় একই। এই সাইটে হোস্টিং প্লান পাবেন আরো বেশী, বারো টি ভিন্ন ভিন্ন প্লান থেকে আপনার পছন্দের প্লান সিলেক্ট করতে পারেন। এই সাইটে ইমেইল সার্ভিস, SSL Service সহ হাবিজাবি আরো সার্ভিস দেয়। কোনটা আপনার দরকার এখানে ক্লিক করে চেক করতে পারেন

 

3. Hosting bangladesh 

এখানে কথা হচ্ছে top 10 domain hosting company in bangladesh নিয়ে আর hosting bangladesh এর নাম আসবে না? তা তো হয় না। হোস্টিং বাংলাদেশ হলো বাংলাদেশের অন্যতম একটি domain hosting provider companie. এই সাইটে hosting plan গুলো আমার বেশ পছন্দ হয়েছে। আর ওয়েবসাইট এর ইন্টারফেস বেশ ক্লিন। যে কেউ সহজেই ব্যাবহার করতে পারবে। এক ঝলক দেখে আসতে পারেন

 

4. One host bd

নতুনদের জন্য বেশ পছন্দের সাইট হলো one host bd সাইট। মজার ব্যাপার হল এই সাইটে (.bd) ডোমেইন মাত্র 1000 টাকায় পাওয়া যায়। আর hosting আছে চারটা ক্যাটাগরিতে মোট 13 টা প্লান। আরো একটা খুশির খবর এই সাইটের সবচেয়ে কম দামের হোস্টিং প্লান এর দাম মাত্র 400/-year. এই সাইটে আরো অনেক সেবা আছে। ঘুরে আসতে পারেন এখানে ক্লিক করে।

  🇩

5. Alpha 

যদিও আলফা একটি আমেরিকান কোম্পানি তবে অনেক দিন যাবত বাংলাদেশে business করছে। এই কোম্পানির সার্ভিস এর সুনাম আপনি রাস্তা ঘাটে শুনতে পাবেন। alpha net এর সার্ভার অনেক ফাস্ট। আগের গুলোর মতোই এই সাইটেও ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন। hosting plan আছে নয়টা। তো এই লিঙ্ক এ ক্লিক করে দেখে আসেন।

 

6. Ebn host - bangladesh hosting provider

হোস্টিং কোম্পানি গুলোর মধ্যে এটা একটু অন্যরকম। অনৄ রকম বলছি তার কারন হলো এই সাইটে হোস্টিং এর পাশাপাশি খুব কম দামে ডোমেইন পাওয়া যায়। মাত্র 750 টাকায় .com domain দিচ্ছে। যদিও ডোমেইন এর ব্লগ এ আরো কথা বার্তা হবে এ নিয়ে। তার পরেও দেখতে পারে এক বার আপনার পছন্দের প্লান পান কি না। এখানে ক্লিক করুন 


7. Bd webs - Cheap hosting bangladesh

যখন কথা হয় কম দামে ভালো সার্ভার এর তখন নাম আসে বিডি ওয়েবস এর। যাই হোক এটা কিন্তু শুধু ডোমেইন আর হোস্টিং কোম্পানিই নয় এখানে আরো Website design ও পাওয় যায়। এখানে business email পাওয়া যায়। আর যারা wordpress সাইট তৈরি করতে চার তারা এখান থেকে তৈরি করিয়ে নিতে পারেন। ঘুরে দেখুন 

 🇧

8. Host might 

বাংলাদেশের লোকজন এর কাছে আরেকটা জনপ্রিয় সাইটের নাম Host Might. বিশেষ করে যখন চাপ রেটে ডোমেইন এর কথা আসে তখন এই কোম্পানির নাম আসবেই। তিন টা প্লান পাবেন হোস্টিং এর জন্য। আর ডোমেইন পাবেন 749 টাকায় .com আর 119 টাকায় .xyz আর .co তাই কম দামে ডোমেইন খুজলে এটা খুব ভাল সাইট হবে। দেখে আসুন 

 

9. Itnuthosting 

এই সাইটের কথাই বলছিলাম। এক কথায় আপনি এখান থেকে hosting কিনতে পারেন। এই সাইট সবচেয়ে জনপ্রিয় দুইটা কারনে এক এর .com ডোমেইন আর দুই হচ্ছে এর হোস্টিং সার্ভিস এর জন্য। আমি নিজে এই সাইটের সার্ভার ব্যবহার করে দেখেছি। 150 টাকা থেকে 1472 টাকা পর্যন্ত এর হোস্টিং রেট ধরা হয়। আর .com ডোমেইন পাবেন 699 টাকায়। তো এখনই ঘুরে দেখুন। 


The 7 wordpress theme bangla 


10. Putulhost -

আমরা এই ব্লগ এ কথা বলছি বাংলাদেশের দশ টা ডোমেইন হোস্টিং কোম্পানি (top 10 domain hosting company in bangladesh) নিয়ে। আর এই লিস্ট এ পুতুল হোস্ট এর নাম না থাকলে চলে? পুতুল হোস্ট এ আছে সবচেয়ে কম দামে ডোমেইন আর হোস্টিং। যাকে বলে value for money বুঝাতে? 95 টাকায় ডোমেইন এর কথা ভাবাই যায় না। এই সাইট এ 95 টাকায় ডোমেইন পাবেন। আর hosting এর দাম 100 টাকা থেকে শুরু হয়। এখানে রেডিও প্যাকেজ পাবেন। আর অনেক রেডিমেট ওয়েব সাইট পাবেন এই সাইটে।

 🇧

আচ্ছা অনেক কথা বার্তা হলো আনেক কয়টা সাইটের সাথে পরিচিত করে দিলাম। মোটামুটি সব সাইটেই বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন। সব শেষে আমি আপনাকে বলতে চাই যদি আপনি নতুন হন আর একটা সাইট তৈরি করতে চান যতটা সম্ভব কম খরচে তাহলে এই সাইটের সার্ভিস নিতে পারেন। 

ধন্যবাদ। 





Before/After Ad Space

Share this post:

Soyaib Hossen
Posted by: Soyaib Hossen
With labels:
0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Horizontal Ad Space

Notification