-->
best android smartwatch https://blog-sybzone.blogspot.com/2022/01/the-7-wordpress-theme-bangla.html

The 7 Wordpress Theme Bangla Review - wordpress template

Before/After Ad Space

 হেই লোকজন কেমন আছেন? আমি sure আপনি কোন না কোন সময়ে the 7 wordpress theme এর নাম শুনেই থাকবেন। আজ আমি এই wordpress template নিয়ে কিছু কথা বলবো বা রিভিউ করবো বলতে পারেন।

 

The 7 wordpress theme bangla
The 7 wordpress theme bangla 

the 7 wordpress theme bangla.

যাইহোক এটার হচ্ছে একটা জনপ্রিয় থিম। এখন পর্যন্ত themeforest থেকে ডাউনলোড করা হয়েছে 252k এর বেশী বার। তো বুঝতেই পারছেন, আপনিও যদি ডাউনলোড করতে চান তো ক্লিক করুন।  The seven theme এর সবচেয়ে আকর্ষণের দিক হলো এই থিম দিয়ে সব ধরনের সব ক্যাটাগরির ওয়েবসাইট সহজেই তৈরি করা যায়। ওয়েবসাইট এর দুনিয়ার আরেকটি জনপ্রিয় পেজ বিল্ডার Elementor দিয়ে পেজ বিল্ড করা যায়। Elementer এর সাহায্য দুই-তিন ঘন্টার মধ্যেই সব ধরনের সাইট তৈরি করা সম্ভব।

 

আর একটা কথা যেটা না বললেই নয় সেটা হলো আপনি youtube বা Google এ the 7 wordpress theme free download লিখে সার্চ করলে হয়তো পেয়ে যাবেন। কিন্তু সেই থিম ব্যাবহার করা বেআইনি। আর সেই থিম আপডেট হয় না। যার জন্য কিছু দিন পর আর ঠিক ঠাক কাজ করে না। আর ফ্রি থিম ব্যাবহার করা নিরাপদ নয়। তাই কিছু টাকা খরচ করে হলেও কিনে নিয়ে ব্যাবহার করার পরামর্শ থাকবে।

 

The seven theme demo.

আচ্ছা অনেক হাবিজাবি কথা হয়েছে এখন আসল কথায় আসি the 7 wordpress theme এ 60 টির বেশী প্রিমেড ডেমো আছে। সব ডেমো খুব সহজে আপলোড করা যায়। আমার কাছে ecommerce demo গুলো সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে। যাই হোক আমি কিছু সুন্দর এবং responsive demo এর লিস্ট দিচ্ছি। এর ভেতর থেকে যেটা আপনার নিশ এর সাথে মিলে যায় সেটা আপনার সাইটে আপলোড করতে পারেন।


the 7 wordpress theme bangla

The 7 wordpress theme bangla


  • Fashion store - নাম শুনেই বুঝতে পারছেন এটা মূলত ফ্যাশন প্রোডাক্ট এর জন্য ডিজাইন করা। তবে যেকোন প্রোডাক্ট এর affiliate marketing করার জন্য এই সাইট বেশ ভালো হবে বলে আমার মনে হয়। খুব সুন্দর এবং পরিস্কার ডিজাইন। দেখে আসুন
  • consulting -  business consulting ওয়েবসাইট তৈরির জন্য এই ডেমো বেশ সুন্দর। কোন কিছু যদি পছন্দ না হয় তাহলে খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন। দেখে নিন
  • Elementor starte এটা ডিজাইন করা হয়েছে মূলত তাদের জন্য যাদের অনলাইন ভিত্তিক service আছে। এর ডিজাইন বেশ ক্লিন এবং রেসপন্সিভ।
  • Agency - ডেমো ডিজাইন করা হয়েছে মূলত agency কে টার্গেট করে। তবে সার্ভিস বিক্রির জন্য এই ডেমো ব্যাবহার করা যাবে।
  • Creative  - বিভিন্ন ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদের জন্য এই ডেমো।
  • Fashion blog - ফ্যাশন ডিজাইনার বা ফ্যাশন ব্লগ এর জন্য এই ডেমো বেশ সুন্দর হবে। যদিও একটু এদিক সেদিক করে অন্য নিশ এর জন্য ব্যাবহার করা যাবে।
  • Shop - প্রায় সব ধরনের অনলাইন স্টোর এর জন্য পারফেক্ট এই ডেমো।
  • App - মোবাইল অ্যাপ এর landing page হিসেবে এই ডেমো খুব ভাল হবে।
  • Product - একটা নির্দিষ্ট কোন বিষয় নিয়ে ফিচার করার জন্য বেস্ট হবে।
  • Shop - ecommerce ওয়েবসাইট তৈরির জন্য the 7 এর এই ডেমো try করতে পারেন। 
কম দামে বিকাশ দিয়ে ডোমেইন হোস্টিং কেনার জন্য ক্লিক করুন। 

The seven

আমি আগেও বলেছি the 7 এর 70 এর বেশী ডিজাইন আছে। সব ডিজাইন নিয়ে তো কথা বলা যাবে না। তাই সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় কয়েকট ডিজাইন নিয়ে কথা বলার চেষ্টা করেছি। যাই হোক এর বাইরেও প্রচুর থিম ডিজাইন আছে সেগুলোর খোঁজ খবর রাখতে আমাদের সাইট নিয়মিত চোখ রাখুন। 

Before/After Ad Space

Share this post:

Soyaib Hossen
Posted by: Soyaib Hossen
With labels:
0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Horizontal Ad Space

Notification