-->
best android smartwatch https://blog-sybzone.blogspot.com/2022/03/board-of-education-has-informed-about.html

এসএসসি ও এইচএসসি পরীক্ষা কতটি বিষয়ে, জানাল শিক্ষা বোর্ড - The Board of Education has informed about the number of SSS and HSC exams

Before/After Ad Space

এসএসসিতে যে বিষয়গুলো পরীক্ষা হবে না সেগুলো হলো:

 ধর্ম ও নৈতিক শিক্ষা; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; Bangladesh and World Identity and Science (Bangladesh and World Identity and Science is divided to sections)। ফলে একজন শিক্ষার্থীকে এই চারটি বিষয়ে তিনটিতে পরীক্ষা দিতে হবে না। এই বিষয়গুলো ম্যাপিং করে মূল্যায়ন করা হবে।





এসএসসিতে যে বিষয়গুলো পরীক্ষা দিতে হবে সেগুলো হলো: 

SSC exam 2022

  1. বাংলা,
  2.  ইংরেজি, 
  3. গণিত, 
  4. পদার্থবিদ্যা, 
  5. রসায়ন, 
  6. উন্নত গণিত, 
  7. জীববিদ্যা, 
  8. হিসাববিজ্ঞান, 
  9. ব্যবসায়িক উদ্যোগ, 
  10. অর্থ ও ব্যাংকিং, 
  11. বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, 
  12. ভূগোল ও পরিবেশ, 
  13. রাজনীতি ও নাগরিকত্ব, 
  14. অর্থনীতি, 
  15. গার্হস্থ্য বিজ্ঞান এবং 
  16. কৃষি শিক্ষা। 
এই বিষয়গুলো ভাগে ভাগ করা হয়েছে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)।




Numbering 

এসএসসি পরীক্ষাটি 2022 সালের পুনর্গঠিত পাঠ্যক্রমের মধ্যে হবে। যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, তাদের জন্য 55 নম্বর থাকবে (সৃজনশীল 40, MCQ 15)। আর যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে সেখানে ৪৫ নম্বরের পরীক্ষা হবে (সৃজনশীল 30, MCQ 15)। তবে ইংরেজি প্রথম পত্রে ৫০ নম্বর এবং দ্বিতীয় পত্রেও ৫০ নম্বরের ভিত্তিতে পরীক্ষা হবে। পরীক্ষার সময় ও নম্বর বিভাগের নির্দেশনাও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে।



পরীক্ষা হবে দুই ঘণ্টার মধ্যে। MCQ (মাল্টিপল চয়েস প্রশ্ন) পার্ট টাইম 20 মিনিট এবং কম্পোজিশনাল বা সৃজনশীল পার্ট টাইম 1 ঘন্টা 40 মিনিট। সাধারণত, 100 নম্বর সহ বিষয়গুলি 3 ঘন্টার মধ্যে পরীক্ষা করা হবে।







অন্যদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়াও এইচএসসিতে বাংলা, ইংরেজি, গ্রুপভিত্তিক ইলেকটিভ এবং একটি ঐচ্ছিক বিষয়ের তিনটি বিষয়ে পরীক্ষা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় 'সাবজেক্ট ম্যাপিং' দ্বারা মূল্যায়ন করা হবে।


দেখে নিন যুদ্ধের কারণে যেসব পণ্যের দাম বাড়তে পারে / রাশিয়া–ইউক্রেন

সাধারণত এসএসসিতে বিভিন্ন বিষয়ে ১২টি এবং এইচএসসিতে বিভিন্ন বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


Before/After Ad Space

Share this post:

Soyaib Hossen
Posted by: Soyaib Hossen
With labels:
0 Comments

Please read our Comment Policy before commenting. ??

Horizontal Ad Space

Notification